Artificial Intelligence (AI) কিভাবে ব্যবহার করলে আপনি সফল হতে পারেন

April 06, 2025  ·   7 Min read

Artificial Intelligence (AI) এখন সবকিছুতে..

সবকিছুতেই কি তার মানে এখন আপনি AI ব্যবহার করবেন? (আমরা আপনাকে এর সহজ নির্দেশনা দিয়ে দিচ্ছি)

এটার সরল উত্তর হল, AI আপনি সাধ্য অনুযায়ী ব্যবহার করুন। কিন্তু নিজের অস্তিত্ব ভুলে গিয়ে না!

একটু ভেঙে বলছি..

AI-কে আপনার assistant বানান। তাকে আপনার অধীনে খাটান। আপনার প্রয়োজন তাকে দিয়ে পূরণ করে নিন।

মনে করুন, আপনি একজন লেখক। লেখার আইডিয়া আপনার, ফরম্যাট AI-এর হোক। আপনি যদি হয়ে থাকেন ডেটা বিজ্ঞানী, হিসাব জাতীয় বিষয় বা জটিল এ্যানালিসেস-এর জন্য AI-এর সাহায্য নিন। কিন্তু decision-এর মূলে আপনাকে থাকতে হবে। ঠিক তেমনি এ্যানালিসেস-এর আর্ট আর লজিক আপনার বুঝতে হবে। ক্রিটিকাল ফ্যাক্টর আপনার জেনে কাজ করতে হবে। AI মেশিন, আপনি মেশিন না, আপনি মানুষ। আপনার দৃষ্টি যতদূর যেতে পারে, AI কখনো সেটা বুঝে না। তার কাজ কেবল গাণিতিক আর “বিশেষ শর্ত অনুযায়ী” যুক্তি নির্ভর।

AI-এর লজিক নির্ভর হয়ে পড়লে আপনি কিন্তু স্বকীয়তা, স্বাধীনতা আর সৃজনশীলতা হারাতে বসবেন!

আপনি যত বেশি এটা বুঝবেন AI আপনার জন্য কী করে দিচ্ছে, তত বেশি আপনার control থাকবে তার উপর। আর যদি AI আপনাকে সবসময় তার মতকে প্রাধান্য দেওয়ায় convince করে ফেলে, বুঝবেন আপনি বিপদসীমায় হাঁটছেন। আপনার ভিতর মেশিনের আচরণ তৈরি হচ্ছে। এটা কল্যাণকর নয়।

নিজেকে Artificial Intelligence (AI) এর দাস বানাবেন না প্লিয। AI কে আপনার দাস বানিয়ে ফায়দা নিন। যে যে field/app-এর ক্ষেত্রে এটা করতে পারবেন, সেসব ক্ষেত্রে AI ব্যবহার করুন।

যারা AI-এর ব্যাপারে প্রান্তিক মত দেয়, না বুঝে দিয়ে থাকে। “এটা একদমই ব্যবহার করা যাবে না” অথবা “শুধু AI জানলেই হবে” — এ জাতীয় কথায় প্রভাবিত না হয়ে উভয়ের মাঝখানে থাকুন। প্রয়োজন অনুপাতে AI ব্যবহার করুন। আপনার মেধা, মূল্যায়ন, অভিজ্ঞতা ও সিদ্ধান্তকে AI এর হাতে শতভাগ ছেড়ে দিয়ে হাত ধুয়ে বসে থেকেন না!

আশা করি বুঝেছেন যে, Artificial Intelligence "কিভাবে" আপনার জন্য উপকারি হতে পারে বা হতে পারে অপকারি? জ্বী -- একদম ঠিক, ফলাফল ব্যবহারকারীর ব্যবহার-নির্ভর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *