বাংলাদেশের মধ্যবিত্ত মানুষও আইফোন (iPhone)-এর জন্য এত আগ্রহী কেন?

Aug 9, 2025  ·   5 Min read

বাংলাদেশের মধ্যবিত্ত মানুষও আইফোন (iPhone)-এর জন্য এত আগ্রহী কেন?

আইফোনশুধু একটি মোবাইল ফোন নয়, অনেকের কাছে এটি একটি স্ট্যাটাস, নিরাপত্তা, এবং প্রিমিয়াম লাইফস্টাইলের প্রতীক। বাংলাদেশে যেমন প্রযুক্তিপ্রীতি বাড়ছে, তেমনি মধ্যবিত্ত শ্রেণির মধ্যে আইফোনের প্রতি আগ্রহও দিন দিন বেড়েই চলেছে। এমনকি যারা অন্যখাতে খরচ কমিয়ে দেন, তারাও অনেক সময় একটি আইফোন কেনার পরিকল্পনা করেন। প্রশ্ন উঠতেই পারেকেন বাংলাদেশের মধ্যবিত্ত মানুষও আইফোনের প্রতি এতটা আকৃষ্ট? নিচে কিছু মৌলিক কারণ তুলে ধরা হলো।

১. স্ট্যাটাস সিম্বল বা সামাজিক মর্যাদার প্রতীক

আইফোন ব্যবহার করা অনেকের চোখে সামাজিক মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ সমাজ, ফেসবুকইনস্টাগ্রাম ব্যবহারকারী বা অফিসে স্মার্ট ইমেজ বজায় রাখতে চাওয়া মানুষদের মধ্যে আইফোন অনেক সময় একটি প্রেস্টিজ ইস্যু হয়ে যায়।

২. ব্র্যান্ড ভ্যালু ও অ্যাপল-এর প্রতি আস্থা

  • Apple ব্র্যান্ডের প্রতি একটি বৈশ্বিক আস্থা আছে। এর ডিজাইন, পারফরম্যান্স, এবং দীর্ঘস্থায়িত্বসবকিছু মিলিয়ে মানুষ মনে করে এটি একবার কিনলে দীর্ঘদিন চলে। মধ্যবিত্ত অনেকেই মনে করেন, দাম বেশি হলেও এটি একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট

৩. সিকিউরিটি ও প্রাইভেসির নিশ্চয়তা

আইফোনের অন্যতম বড় শক্তি এর নিরাপত্তা ব্যবস্থা। Android ডিভাইসের তুলনায় iPhone ডাটা প্রাইভেসি এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করে বলে অনেক মধ্যবিত্ত সচেতন ব্যবহারকারী আইফোনের প্রতি আকৃষ্ট হন।

৪. স্মুথ ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স

iPhone সাধারণত দীর্ঘদিন ধীরগতি হয় না, এবং সফটওয়্যার আপডেটও বছর পর্যন্ত পাওয়া যায়। মধ্যবিত্ত শ্রেণির একজন ব্যক্তি যদি মোবাইল ঘন ঘন পরিবর্তন না করতে চান, তবে iPhone তার জন্য কার্যকর একটি পছন্দ হয়ে ওঠে।

৫. ফটোগ্রাফি ও ভিডিওর উচ্চমান

iPhone সাধারণত দীর্ঘদিন ধীরগতি হয় না, এবং সফটওয়্যার আপডেটও বছর পর্যন্ত পাওয়া যায়। মধ্যবিত্ত শ্রেণির একজন ব্যক্তি যদি মোবাইল ঘন ঘন পরিবর্তন না করতে চান, তবে iPhone তার জন্য কার্যকর একটি পছন্দ হয়ে ওঠে।

৬. কিস্তিতে কেনার সহজ সুযোগ

বর্তমানে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান % সুদে কিস্তিতে আইফোন দিচ্ছে। ফলে এককালীন বিশাল টাকা খরচ না করেও অনেক মধ্যবিত্ত মানুষ ধাপে ধাপে টাকা দিয়ে একটি আইফোন কিনে ফেলতে পারছেন। এটাও আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে।

আসলে..

প্রযুক্তির সাথে মানুষের মানসিক, সামাজিক এবং ব্যবহারিক সংযোগ গভীর। বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণি এখন শুধু প্রয়োজন নয়, জীবনের মান স্টাইল নিয়েও ভাবছে। তাই আইফোন হয়ে উঠছে শুধু একটি মোবাইল ফোন নয়, বরং আত্মবিশ্বাস, নিরাপত্তা এবং একটি অভিজাত অভিজ্ঞতা- প্রতীক। যদিও এর দাম সাধারণ আয়করদাতার জন্য একরকম চাপের, তবুও বর্তমান বাস্তবতায় অনেকে এটিকে মূল্যবান একটি বিনিয়োগ হিসেবেও দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *